![]() |
| প্রতীকী ছবি |
কারায়েত
ইহুদিবাদ (Karaite Judaism)
কারায়েত ইহুদিবাদ হলো
ইহুদি
ধর্মের
একটি
শাখা,
যা
মূলত
৮ম–৯ম শতকে মধ্যপ্রাচ্যে বিকশিত
হয়।
এদের
বিশেষত্ব হলো,
তারা
তালমুদ (Talmud)
ও
রাব্বিনিক ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে
শুধুমাত্র তওরাত (Tanakh বা হিব্রু বাইবেল)–কে চূড়ান্ত ধর্মীয়
নির্দেশিকা হিসেবে
মানে।
উৎপত্তি
কারায়েত শব্দটি
এসেছে
হিব্রু
শব্দ
থেকে,
যার
অর্থ
“পড়া”
বা
“শাস্ত্রপাঠ।” তাদের
মতে,
মানুষের বানানো
ব্যাখ্যা নয়,
বরং
সরাসরি
তওরাত
পাঠ
ও
ব্যাখ্যা করার
মধ্যেই
প্রকৃত
ইহুদিবাদ রয়েছে।
বিশ্বাস
ও আচার
(১) শুধুমাত্র
তওরাত–কে
ধর্মীয়
বিধান
হিসেবে
মানে।
(২) ধর্মীয় আইন ও প্রথা
নির্ধারণে প্রত্যেক ব্যক্তির নিজস্ব
দায়িত্ব আছে;
অর্থাৎ
শাস্ত্র ব্যাখ্যায় “ব্যক্তিগত স্বাধীনতা।”
(৩) ক্যালেন্ডার,
খাদ্যবিধি, নামাজ
ও
উপবাসের নিয়মে
রাব্বিনিক ইহুদিদের সঙ্গে
উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
(৪) এরা সিনাগগে প্রার্থনা করে, তবে অনেক
রাব্বিনিক রীতিনীতি এড়িয়ে
চলে।
বর্তমান
অবস্থা
আজকের দিনে
কারায়েত ইহুদিদের সংখ্যা
তুলনামূলকভাবে কম,
আনুমানিক ৩০
থেকে ৫০ হাজার।
তাদের
অধিকাংশই ইসরায়েলে বাস
করে,
বিশেষ
করে
রামলে
ও
আশদোদ
অঞ্চলে। এছাড়া
যুক্তরাষ্ট্র, মিশর
ও
কিছু
প্রবাসী সম্প্রদায়েও তাদের
উপস্থিতি রয়েছে।
গুরুত্ব
কারায়েত ইহুদিবাদ ইহুদি
ধর্মের
ভেতরে
বিকল্প ধর্মচর্চার একটি ধারা, যা
প্রমাণ
করে
যে
ইহুদিবাদ একরৈখিক নয়
বরং
বহুস্তরীয় ও
বহুমাত্রিক।
আগের পর্বঃ শিয়া ইসলাম









Leave a Reply